এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দেশের পরিবেশ ও প্রতিবেশকে ভয়াবহ ক্ষতির হাত থেকে রাখার লক্ষে সরকার নভেম্বর'২৪ এর শুরু থেকে দেশে নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ ব্যবহার ও বাজারজাত করণ বা ব্যাবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। কিন্তু সকল বিধিনিষেধ অমান্য করেও অনেক অসাধু ব্যবসায়ী প্রতিনিয়ত গোপনে পলিথিন ব্যাবসা চালিয়ে যাচ্ছে। আর সেসব অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সারা দেশের মতো ভোলা জেলাও অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়। তারই অংশ হিসেবে সোমবার(১১ নভেম্বর'২৪) পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান। প্রায় ৩ ঘন্টা যাবত চলা মোবাইল কোর্ট নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাত করার অপরাধে কুঞ্জের হাটের সাহা রোডে অবস্থিত মেসার্স কাজল স্টোর নামক দোকানের মালিক মোঃ মনির কে নগদ ২০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন এবং তার দোকানে থাকা প্রায় ১৪৮ কেজি বা সারে ৩ মনের অধিক পরিমান নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ জব্দ করেন। এ সময় মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশের একদল সদস্য। এ বিষয়ে এডি তোতা মিয়া বলেন, "ভোলা জেলার সকল উপজেলায় অনুরুপ অভিযান অব্যাহত থাকবে"।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.