ভোলা টাইমস্:
ভোলার ছেলে হুমায়ুন কবির হিমু ঢাকা গেন্ডারিয়া থানা জাসাসের যুগ্ম আহবায়ক নির্বাচিত। ভোলা সদর পৌর ৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ডাঃ এ,বি,এম শাজাহানের ছোট ছেলে হুমায়ুন কবির (হিমু) কে ঢাকা গেন্ডারিয়া থানা জাসাসের যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন ভোলা বিভিন্ন রাজনৈতিক মহল। উল্লেখ্য হুমায়ুন কবি হিমু ২০০৩ সাল থেকে ঢাকার রাজ পথে যুবদল, স্বেচ্ছাসেবক দল সর্বশেষ জাসাসের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকায় দেখা যায় রাজপথে, তার নিজ জেলা ভোলায় থাকাকালী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। হুমায়ুন করির হিমু পেশায় একজন ডেন্টাল ডাক্তার। হুমায়ুন কবির হিমু তার ডাক্তারি পেশার পাশাপাশি রাজনীতিতে ছিলেন সক্রিয় ভূমিকায় রাজপথে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.