ভোলা প্রতিনিধি || ভোলা টাইমস্
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬) রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সূত্রে জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেপ্তার করে।
ঢাকায় যুবককে গুলি করে হত্যা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাকিল সম্প্রতি রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ মিছিলে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। অপরদিকে ইমরান ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.