

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা
ঢাকা থেকে আশ্বাসহীন ফিরে এসে ভোলার ছাত্র-জনতা আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে অবস্থান কর্মসূচি শুরু করেছে। তাদের তিন দফা দাবি—ভোলায় গ্যাস সংযোগ প্রদান, একটি মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন। ঢাকায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এসব দাবির পক্ষে কোনো সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এ কর্মসূচিতে অংশ নেয়।
অবস্থান কর্মসূচির পাশাপাশি আজ রাতে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদী মশাল মিছিল। এশার নামাজের পর মিছিলটি বাংলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্র-জনতা মিছিলে অংশ নিয়ে তাদের দাবিগুলোর পক্ষে স্লোগান দেন এবং অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলছেন আশ্বাসের আর বিশ্বাস নেই , বাস্তবায়ন চাই ।
ছাত্র-জনতার এই আন্দোলনে ভোলার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আন্দোলনকারীরা জানান, ভোলার প্রকৃত উন্নয়নের জন্য এই দাবিগুলো এখন সময়ের দাবি। আশ্বাসের আর বিশ্বাস নেই ,তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।