
মোঃ হালিম ,
দৈনিক ভোলাটাইমস্:: ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্র প্রসাদ ভূমিদস্যুরা চরের প্রায় ৪ শত একর জমি জোরপূর্বক দখলের চেষ্টা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন চরের প্রকৃত মালিকগণ। ভুক্তভোগীরা জানান, চন্দ্র প্রসাদ চরের জমিতে বিগত বছরগুলোতে ভূমিদস্যুদের কারণে চাষাবাদ করতে পারিনি জমির মালিকগণ । বর্তমানে আবার নতুন করে একই কায়দায় ভূমিদস্যুরা জমি দখলের চেষ্টা করছে। ভূমিদস্যুরা জোরপূর্বক ভেকু দিয়ে জমি থেকে মাঠি উত্তোলনের সময় বাধা দিলে মুসলিম মেম্বার, গাফফার, হাসনাইন, তাদের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে চরের কৃষকদের উপর হামলা চালায়। গত সোমবার ভোলা সদর থানায় জমির কাগজপত্র নিয়ে ফয়সালায় বসার কথা থাকলেও আমাদের প্রতিপক্ষরা থানায় উপস্থিত হয়নি। তারা প্রশাসনের হস্তক্ষেপে জমি প্রকৃত মালিকদের হাতে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। চরের জমি লিজ নেওয়া স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আমি ঢাকায় ব্যবসা করি এবং চাষের জন্য জমি লিজ নিয়েছি। কিন্তু চাষিদের জমিতে কাজ করার সময় ভূমিদস্যুরা বাধা দিচ্ছে। অভিযুক্ত ননি শিকদার ও মুসলিম মেম্বার অভিযোগ অস্বীকার করে জানান, আমরাই চরের জমির প্রকৃত মালিক। যারা নিজেদের জমি দাবি করছে তারা কাগজপত্রে যদি পায় তাহলে ক্ষতি পূরণসহ আমরা দিয়ে দিবো। ওই ঘটনায় ভুক্তভোগীরা ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই কাগজপত্র নিয়ে বসার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
