এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা জেলার পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফেরীঘাট এলাকার মোঃ মাইনউদ্দিন এর চায়ের দোকানের সামনে থেকে ৫(পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং এবং ১টি মোবাইল ফোন সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। সূত্র জানায়, বুধবার(১১ ডিসেম্বর'২৪) ভোর রাত ০৩.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/ মোহাম্মদ কাজল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ শফিউল আলম (৪৯), পিতা- মৃত আঃ আজিজ ওরফে ছোবাহান, মাতা- মৃত শামছুন্নাহার @ আমেনা, সাং- লক্ষীপুর, ০৯নং ওয়ার্ড, রিয়াজ উদ্দিন মুন্সি বাড়ি, মুন্সীরহাট ইউপি, থানাঃ-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা কে গ্রেফতার করতে সক্ষম হয় ভোলার গোয়েন্দা পুলিশ। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.