মোঃ মেহেদী হাসান( সুমন),
দৈনিক ভোলাটাইমস্ :: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় ৫০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় ভোলার দুটি উপজেলার ৫০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ল্যাপটপ বিতরন করেন। তথ্য-প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যাক্তো হিসাবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আত্মনির্ভরশীল করার জন্য এই ল্যাপটপ বিতরন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে। অর্থাৎ অর্থনৈতিক কর্মকান্ডে নারী অংশগ্রহণ বৃদ্ধি পাবে। এছাড়াও সরকারি-বেসরকারি সংস্থার সাথে পার্টনারশীপের ফলে উপজেলা পর্যায়ের নারীদের প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থান এবং পরামর্শদানের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে জানান।
[caption id="attachment_1595" align="aligncenter" width="300"] 490979195 983810113860799 2781788967440042107 N[/caption]
জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও চাল-ডাল ডটকম লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভোলা সদর উপজেলার ২৫ ও বোরহানউদ্দিন উপজেলার ২৫জন নারী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ রিফাত ফেরদৌস,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভোলা জেলার সহকারী প্রেগামার আরিফুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, চাল-ডাল ডট কম লিমিটেড এর উপ-পরিচালক সাদ ইবনে মোহাম্মদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ৬ মাস ব্যাপী এই প্রশিক্ষন কোর্সে হার পাওয়ার প্রকল্পের আওতায় উইমেন ফ্রিল্যান্সার, আইটি সার্ভিস প্রেভাইডার, ই-কমার্স প্রেফেশনাল ও কল সেন্টার এজেন্ট বিষয়ে জেলার ৫৮০ জন নারীকে প্রশিক্ষণ শেষে ল্যাপটপ বিতরন করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.