প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ২:৫৬ পি.এম
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করলো পরিবেশ অধিদপ্তর
![]()
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ :: ভোলা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে ভোলা শহরের কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট। বুধবার(২ অক্টোবর'২৪) বিকালে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রশিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট সব্জি ব্যবসায়ী মোকালেব এর দোকান থেকে ৭৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন। এ বিষয়ে তোতা মিয়া বলেন, "মৃত আঃ কাদের এর ছেলে মোতালেব দীর্ঘদিন যাবত সব্জির আড়ালে পলিথিন ব্যবসা করে আসছিলো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে হাতেনাতে ধরতে সক্ষম হই এবং চলমান আইন অনুযায়ী তাকে নগদ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত"। এ সময় মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভোলা সদর মডেল থানা পুলিশের এক দল সদস্য।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.