মোঃ হাসনাইন আহমেদ,
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে দৌলতখান উপজেলার মদনপুরের চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জালনোট উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: সিয়াম-উল-হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে শুক্রবার সকাল ১১টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল ৯ হাজার টাকাসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। আটকৃত সবাই দৌলতখান উপজেলার মদনপুর চরের বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধিন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন সকল সমুদ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.