এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ :: ভোলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। রবিবার(২৪ নভেম্বর'২৪) পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ। পরিবেশের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট সংলগ্ন পশ্চিম চরকালী এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় মোবাইল কোর্ট বাপ্তা বুড়ির মসজিদ একলাকার বাসিন্দা মোঃ মাইনউদ্দিন এর ছেলে মোঃ হাসান(১৯) কে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদের অপরাধে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অসাধু ব্যাবসায়ী হাসান এর দোকান থেকে আনুঃ ১০০(একশত) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন। এ সময় কোর্টকে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর মডেল থানা পুলিশের একদল সদস্য।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.