
oplus_2

নিজস্ব প্রতিবেদক ,
দৈনিক ভোলা টাইমস;;ভোলা সদরের প্রত্যস্ত এলাকা শাপলা বাজারে অবস্থিত হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে পাঠকদেন জন্য বই উপহার দিলেন ‘পলি মাটির দেশ’ ইতিহাস গ্রন্থের লেখক মোস্তফা হারুনের স্ত্রী জাহানারা বেগম এবং তার মেয়ে রিতা জেসমিন।
শনিবার (২৯ মার্চ) বিকালে পাঠাগারটি দেখতে এসে তারা এ বই উপহার এবং পাঠাগারের প্রশংসা করেন।
বই গ্রহন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ডাঃ মোঃ মহিউদ্দিন। বই গ্রহন অনুষ্ঠানের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কবি নীহার মোশারক, কবি আল মনির, কবি সাইমুন পাশা ও কবি ছোটন সাহা।
অনুষ্ঠান শেষে কবি লেখকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাঠাগারটি ২০২৩ সালে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তী গ্রামে স্খাপিত হয়।
বর্তমানে এ লাইব্রেরীতে ২ হাজার ৫’শ বই রয়েছে। বইপ্রেমী পাঠকদের জন্য প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে পাঠাগারটি।
এছাড়াও মাঝে মধ্যেই কবি ও লেখকদের সাহিত্য আড্ডা বসে এখানে।