মোঃ হাসনাইন আহমেদ,
দৈনিক ভোলাটাইমস্ ::
ভোলায় চুরি ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছেন পুলিশ। সোমবার দুপুরে উদ্ধারকৃত মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর তত্ত্বাবধানে ও ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এএসআই মোঃ আবুল বাশার হারানো মোবাইল গুলি উদ্ধার করেন।
মোবাইল ফিরে পেয়ে মালিকরা উচ্ছ্বাস প্রকাশ করেন বলেন,ফোনটি হারিয়ে যাওয়ার পর সেটি আর ফিরে পাব বলে ভাবিনি। পুলিশ এত দ্রুত সেটি উদ্ধার করবে, এটা ছিল আমার কল্পনার বাইরে। আমি ভোলা পুলিশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।"
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, "মোবাইল ফোন হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। হারানো মোবাইল খুঁজে পেতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।"
এছাড়া, তিনি মোবাইল কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, "দোকান ও ক্রয় রশিদ ছাড়া কোনো মোবাইল ফোন কেনাবেচা করবেন না।"
ভোলা জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.