এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় ঢাকা থেকে ভোলা রুটে চলাচলকারী লঞ্চ থেকে এবার পুলিশ জব্দ করলো ১৯২ কেজি(প্রায় ৫ মন) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ। বুধবার(১১ ডিসেম্বর'২৪)পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের নিকট পলিথিনগুলো হস্তান্তর কালে ভোলা সদর উপজেলাধিন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তাজিবুল ইসলাম বলেন, "আমরা গত ৮ ডিসেম্বর'২৪ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ভোলায় আসা এম. ভি.সুরভী-৮ লঞ্চে একটি অভিযান পরিচালনা করি। রাত প্রায় সারে ৮ টায় চলা অভিযানে লঞ্চের ডেক থেকে আমরা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ভর্তি দুটি বড় কার্টুন জব্দ করি। তখন অনেক খোঁজার পরও পলিথিনের দাবীদার কাউকে না পেয়ে কার্টুনগুলো ইলিশা পু্লিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখি এবং আজ(১১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলাম"। হস্তান্তরকালে পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর প্রধান সহকারী মোঃ মতিউর রহমান মুন্না ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.