এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদর উপজেলার বাংলাবাজারস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হলো ১০১ তম 'গবাধিপশু পালন' বিষয়ক প্রশিক্ষণ কোর্স। মঙ্গলবার(৫ নভেম্বর) শুরু হওয়া কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক প্রশিক্ষণার্থী ও বর্তমানে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এ.সি.ডি.অর্জুন। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে নতুন প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনারা এখান থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে সহজ শর্তে সরকার কর্তৃক দেয়া যুবঋন নিয়ে হাঁসমুরগী গবাধিপশু,মাছ চাষ ও কৃষি পন্য উৎপাদন করে যেমন নিজেরা স্বাবলম্বি হতে পারেন তেমনি নিজেদের সন্তানের ভবিষ্যৎও উজ্জ্বল করতে পারবেন। তাই শুধু সার্টিফিকেট নিয়ে ঘরে বসে না থেকে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে বাড়িতে বসেই আয় করতে পারবেন"। অন্য দিকে বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক অর্জুন অত্র যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বি হওয়া অনেক সফল উদ্যোক্তাদের উদাহরন দিয়ে বলেন, "বাংলাবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সরকার কর্তৃক প্রদত্ত্ব যুবঋণের সহায়তায় ভোলা জেলায় অসংখ্য যুবক - যুবতি শুধু নিজেরাই আত্ন কর্মসংস্থান করেননি বংরং অনেক বেকার যুবকের কর্মসংস্থানও সৃষ্টি করেছেন। তাই আপনারা শুধু মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগাতে পারলেই এই প্রশিক্ষণের স্বার্থকতা আসবে"। যুব প্রশিক্ষণ কেন্দ্রের পশুপালন বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে নবাগত প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন পশুপালন বিভাগের সিনিয়র প্রশিক্ষক সঞ্জীব দেবনাথ। ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধিন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাংলাবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাধিপশু পালন,হাঁসমুরগী পালন, মৎস্য চাষ ও কৃষিকাজ বিষয়ে প্রতি অর্থবছরে ১ মাস মেয়াদি শর্ট কোর্স ও ৩ মাস মেয়াদি লং কোর্স সহ মোট ৫ টি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.