দৈনিক ভোলা টাইমস:: ভোলায় মেঘনা নদীর ডাকাত বাহিনীর প্রধান মো. ফোরকান ওরফে ফোরকান ডাকাতকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-৮ ভোলার চৌকস টিম। ১ এপ্রিল মঙ্গলবার চরফ্যাশন সদরের মাতৃ নিলয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত ফোরকান চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার চর কলমী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, উত্তর মায়া গ্রামের বশির আহম্মেদের ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত (অভি) এক্সবিন এ তথ্য নিশ্চিত করেন বলেন, ডাকাত বাহিনীর প্রধান ফোরকান তার বাহিনী নিয়ে তজুমুদ্দিন উপজেলার মেঘনা নদীর চর মোজাম্মেল ও লাদেন এলাকাসহ আশেপাশের এলাকায় জেলে সম্প্রদায় ও মাছ ব্যবসায়ীদের নিকট হইতে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। তার বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ মোট ১৪ টি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।