ভোলা প্রতিনিধি:
লকডাউন কর্মসূচি ঘিরে সম্ভাব্য অপতৎপরতা রোধে ভোলায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোলা শহরের পানবাজার এলাকাসহ আশপাশের এলাকায় র্যাব, পুলিশ, পোস্টগার্ড ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার অভি।
অভিযান চলাকালে বিভিন্ন প্রকার যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হয়। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.