

ইউসুফ হোসেন নীরব,
“শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র শ্রমিক পার্টি কর্তৃক আয়োজিত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ বিজেপি শ্রমিক পার্টির আয়োজনে নতুন বাজার দলিয় কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার জেলা বিজেপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষে জাতীয় পার্টি বিজেপি দলিয় কার্যালয়ের আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভোলা জেলা বিজেপি’র শ্রমিক দলের আহ্বায়ক জনাব আলহাজ্ব জামাল উদ্দিন (সকেট) আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক পার্টির যুগ্ন আহবায়ক মো. শহিদুল ইসলাম বিজেপি পৌর কমিটির শ্রমিক পার্টির সভাপতি মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক মো. বুলেট শ্রমিক পার্টির সদস্য মো. রফিকুল ইসলাম সহ জেলা সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা। আলহাজ্ব জামাল উদ্দিন (সকেট) বলেন, আজকের দিনটি বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ত্যাগের দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারাবিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। শ্রমের মর্যাদা ছাড়া গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।