দৈনিক ভোলাটাইমস্ ::
তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হওয়ার পথে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী শের-ই বাংলা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা। ইতোমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, কাঁচা-পাকা সড়ক, দোকানপাট ও বাজার। এখন হুমকির মুখে রয়েছে লঞ্চঘাট, দুটি স্কুল, পাঁচটি মসজিদ, দুটি বাজারসহ প্রায় তিন হাজার ঘরবাড়ি।
স্থানীয়দের অভিযোগ, বর্ষার শুরু থেকেই তেঁতুলিয়া নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে ভেদুরিয়া ইউনিয়নের চর টকিমারা, শের-ই বাংলা বাজার ও ভেদুরিয়া লঞ্চঘাট এলাকাজুড়ে ব্যাপক ভাঙন চলছে। ফলে নদীর তীরবর্তী মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। তাদের দাবি, জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন ঠেকাতে হবে।
স্থানীয় বাসিন্দা শাহ কামাল বলেন, দুই বছর ধরে এই পয়েন্টে তীব্র ভাঙন চলছে। বহু স্থাপনা নদীতে বিলীন হয়েছে, কিন্তু এখনও স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
আব্দুর সাত্তার বলেন, সবচেয়ে বেশি ভাঙছে ৩ নম্বর ওয়ার্ডে। এখানেই দুটি স্কুল, একটি মাদরাসা ও মসজিদ রয়েছে। এগুলোও এখন ভাঙনের মুখে।
নদীর পাড়ের বাসিন্দা তানিয়া বেগম ও রহিমা বেগম বলেন, প্রতিদিন রাতে ঘুমাতে ভয় লাগে। মনে হয়, এই বুঝি ঘর নদীতে পড়ে গেল।
এদিকে, মানববন্ধনসহ একাধিক কর্মসূচি করেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ভাঙনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়ায় শিক্ষার্থীরাও চরম উদ্বেগে রয়েছে।
এক মাদরাসাছাত্র বলেন, মাদরাসা যদি নদীতে পড়ে যায়, তাহলে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.