স্টাফ রিপোর্টার:
দৈনিক ভোলাটাইমস্:: ভোলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৬৭৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ভোলা শাখা। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে ভোলা শহরের আলীয়া মাদ্রাসা সড়কের পুরাতন লঞ্চঘাট স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। প্রতিটি বস্তার ওজন ছিল প্রায় ১১৩ কেজি। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম। তবে জব্দ করা পলিথিনের মালিক শনাক্ত না হওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জব্দকৃত পলিথিন পরে কোস্টগার্ডের সহায়তায় নষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, “পরিবেশ সুরক্ষা ও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের অভিযান চলমান থাকবে। পরিবেশ রক্ষায় কেউ যেন এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন বা ব্যবহার না করে সে বিষয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.