নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোলা টাইমস্ :: ভোলা-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের নির্বাচনী শোডাউন করছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এই শোডাউন অনুষ্ঠিত হয়। আজ দুপুরের দিকে তিনি ঢাকায় থেকে এসে ভোলার ইলিশা ফেরিঘাট এসে পৌঁছালে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

পরে সেখান থেকে বিশাল শোডাউন নিয়ে তিনি ভোলার শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি অফিসের সামনে এসে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, আমি আপনাদের পাশে আগেও ছিলাম এখনও আছি। ভোলা-১ আসনের সকল জনগণের সেবা করার জন্য বিএনপির চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনিত করেছেন। আপনাদের সেবাই আমার মূল লক্ষ থাকবে। এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুর আলম, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, উপজেলা বিএনপির সভাপতি আসিব আলতাব, সদস্য সচিব হেলাল উদ্দিন, বিএনপি নেতা খন্দকার আল-আমিন, সেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব, রবিন চৌধুরী, ছাত্রদল সম্পাদক আল-আমিন হাওলাদারসহ সদর উপজেলা, পৌর সভা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.