প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৬:০৫ পি.এম
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্নহত্যা

দৈনিক ভোলা টাইমস::
ভোলা সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ফাতেমা বেগম (৪৪) নামে ৪ সন্তানের জননী তার বাবার বাড়িতে আত্নহত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাসেম দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির আবুল কাসেমের মেয়ে। তার স্বামী পাশ্ববর্তী মো.ভুট্টো।
নিহতের স্বামী মো.ভুট্রো ও স্থানীয়রা জানান,ফাতেমা বেগমর প্রথম স্বামীর মৃত্যুর পর প্রতিবেশী মো.ভুট্টোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফাতেমা বেগম। বিয়ের পর ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। বিয়ের পর থেকে বাবার বাড়িতেই ছিলেন ফাতেমা। মঙ্গলবার সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ভেঙ্গে ভেতরে প্রবেশ কর দেখেন রুমের ফ্যানের হুকের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে আছে। পরে ভোলা সদর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্বজনদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিফ আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এবং সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.