
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::”অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করলো বেসরকারি সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)। মঙ্গলবার(৩ ডিসেম্বর’২৪) ৩৩ তম দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় বের হয় একটি বর্নাঢ্য রেলি। প্রায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলিটি পসিসি’র কর্ম এলাকা ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা এলাকার দত্ত বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অত্র এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

ঢাক-ঢোল-সানাইয়ের সুরের তালে ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অধিকারের কথা লেখা সম্বলিত প্ল্যাকার্ড,বেনার ফেস্টুন হাতে নিয়ে স্লেগানের সাথে শেষ হওয়া রেলি শেষে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। পিসিসি’র ভোলা শাখার প্রকল্প ব্যবস্থাপক খোকন দফো এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মিরাজ আহমেদ ও বিশেষ অথিতির বক্তব্য রাখেন সাংবাদিক এ.সি.ডি.অর্জুন। স্কুলটির প্রধান শিক্ষক রেহানা বেগম এর সভাপতিত্বে ও পিসিসির কর্মকর্তা আবু নাঈম খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য প্রদান করেন অত্র এলাকার একজন ইমাম। সংস্থাটির মাঠ সমন্বকারী স্নিগ্ধা মিত্র এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সরকার প্রদত্ব সুবিধাগুলো বাস্তবায়নের ওপর গুরাত্বারোপ করেন। ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল এর অর্থায়নে পরিচালিত প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার এর আয়োজনে অন্যান্যের মধ্যে পিসিসি’র হিসাব রক্ষণ ও মানবসম্পদ কর্মকর্তা এ্যালেক্স বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মীগণ উপস্থিত ছিলেন।
