ভোলা টাইমস্ ডেক্স:
ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূসহ তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ৩০ জানুয়ারি সকাল সকাল সাড়ে দশটার দিকে ভোলা পৌর কাঠালি ১নং ওয়ার্ড মনির মেম্বার বাড়ি সংলগ্ন নয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন পূর্ব শত্রুতার জের ও সামান্য কথাবার্তা কাটাকাটি কি কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা পৌরসভায় কর্মরত গিয়াসউদ্দিনের নেতৃত্বে আবু তাহের, শাকিব, স্বপন, আকলিমা ও বিউটি সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। অভিযুক্তরা লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তিনজন নারীকে বেধড়ক মারধর করেন। এতে হামলার শিকার হয়েছন — শারমিন, শাহিনুর বেগম ও পারভিন বেগম। আহতদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত গিয়াসউদ্দিন বলেন, মারামারি বিষয়ে আমি কিছুই জানিনা, আমি মক্কা মদিনা থেকে এসেছি এই বিষয়ে আমাকে জড়াবেন না। অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.