
ভোলা টাইমস্, ডেক্স:
ভোলায় পুলিশের অভিযানে গাঁজাসহ নারী ও পুরুষ আটত ৪ ইকবাল হোসেন রাজু, ভোলা সদর উপজেলার ইলিশা ফাঁড়ির পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ জন নারী ও ১ জন পুরুষকে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে, ইলিশা ফাঁড়ির চৌকস পুলিশ অফিসার তাজিব আহম্মেদ এর নেতৃত্বে,দুপুর ১২ টার দিকে ইলিশা ফেরীঘাট সংলগ্ন স্পিডবোট ঘাট থেকে তাদেরকে আটক করা হয়, আটককৃতরা হলে, ১/সুস্মিতা (২০) স্বামী সজিব দাস, সাং স্বরুপ কাঠি, থানা স্বরুপ কাঠি,জেলা বরিশাল, ২/ লাভনী বেগম (৩৫) স্বামী আনোয়ার হোসেন,থানা কসবা জেলা বি বাড়িয়া। ৩/আয়সা (৬৫) স্বামী মৃত আলী আহমেদ, থানা কসবা, জেলা বি বাড়িয়া। ৪/ইউসুফ (৪২) সাং রামপুর থানা কসবা, জেলা বি বাড়িয়া, ইলিশা ফাঁড়ির ইনচার্জ তাজিব আহমেদ বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরীঘাট সংলগ্ন স্পিডবোট ঘাটে অভিযান করে তাদের আটক করা হয়।আটককৃত ৩ নারীর শরিরের সাথে এই ১২ কেজি গাঁজা কসটেপ দিয়ে বাঁধা ছিল,তবে ৪নং আসামি ইউছুফ (৪২) ওদের সহযোগী বলে নিশ্চিত করেছেন, ইলিশা ফাঁড়ির চৌকস পুলিশ অফিসার তাজিব আহমেদ। আটককৃত নারী ও পুরুষের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করার প্রক্রিয়াধিন।
