নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোলা টাইমস ::ভোলায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২৪ এর পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি ভোলা সদরের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির আহ্বায়ক সজল চন্দ্র শীল সভাপতি থেকে এ পুরস্কার ও সনদ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও কমিটির সদস্য সচিব রকিবুল হাসান। উৎসব মুখর পরিবেশে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইভেন্ট বিজয়ীরা।
বিভিন্ন ইভেন্টে ৭৮টি পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত ক খ গ ঘ গ্রুপে ভাগ করে শিক্ষার্থীদেরকে যাচাই বাছাইর মধ্য দিয়ে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক, শ্রেষ্ঠ ছাত্র, শ্রেষ্ঠ স্কাউট প্রভৃতি বিষয়ে নির্বাচন করা হয়।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ ভোলা সরকারি কলেজ, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ হালিমা খাতুন স্কুল, মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ পশ্চিম ইলিশা মাদ্রাসা।
মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন ভোলা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত ভোলা সরকারি কলেজের মোঃ এরশাদ, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন বাংলাবাজার ফাতেমা খানম কলেজের মোঃ বিল্লাল হোসেন।
ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়। একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম এএল টি শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন, তারই পুত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কাউটার একেএম আব্দুল্লাহ শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন।
উল্লেখ্য যে ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ এবং মনিরুল ইসলাম এবং তার পুত্র আব্দুল্লাহ জেলার বিভিন্ন স্কাউটিং কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে থাকে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.