এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলা শহরের মনোহারীপট্টি এলাকায় নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার(৭ নভেম্বর'২৪) পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা মোবাইল কোর্ট নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির অপরাধে মনোহারী পট্টিতে অবস্থিত মেসার্স বিল্লাল ট্রেডার্স এর মালিক মোঃ বিল্লাল কে নগদ ৮ হাজার টাকার অর্থ দন্ড প্রদান করেন এবং তার দোকানে থাকা প্রায় ৬৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন। ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর মডেল থানার একদল পুলিশ সদস্য। এ বিষয়ে এডি তোতা মিয়া বলেন, "নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন,বাজারজাত করন ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার লক্ষে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে"।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.