ইউসুফ হোসেন নীরব,
দৈনিক ভোলা টাইমস্ ::ভোলায় নতুন নেতৃত্বে আসবে আন্দালিব রহমান পার্থ, ভোলা হবে রোল মডেল এমনটাই প্রত্যাশা ভোলার খেটে খাওয়া সাধারণ মানুষের।
আন্দালিব রহমান পার্থ একজন বাংলাদেশী রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর অধ্যক্ষ
ভোলার রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে—এমন প্রত্যাশা নিয়ে সামনে আসছেন তরুণ ও উদ্যমী নেতা আন্দালিব রহমান পার্থ।
তাঁর নেতৃত্বে ভোলা জেলা উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধে একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ।
আন্দালিব রহমান পার্থ বলেন, “ভোলা হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব একটি জেলা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ভোলাকে দেশের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করাব।”
তিনি আরও জানান, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আধুনিক নেতৃত্বের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কৃষি, মৎস্য ও নদীকেন্দ্রিক অর্থনীতির সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণের কথাও তুলে ধরেন তিনি।
এদিকে ভোলার খেটে খাওয়া সাধারণ মানুষে দীর্ঘদিনের দাবি তুলে ধরে বলেন,
ভোলা-বরিশাল সেতু দীর্ঘদিনের স্বপ্ন ও ভোলা নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের কান্না,
এই সবকিছুর বাস্তব সমাধান দরকার।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদে দাঁড়িয়ে ভোলার অসহায় মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলতে পারবে বলে আমরা মনে করি সেই লক্ষ্যেই আমরা ভোলা একত্রিত হয়ে হয়ে এই তরুণ প্রজন্মের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কে বিজয়ী করবে ইনশাল্লাহ। তিনি বিজয়ী হলে
ভোলার নদীভাঙন রোধ এবং ভোলা–বরিশাল সেতু বাস্তবায়নে
দৃঢ় নেতৃত্ব দিতে পারেন স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, নতুন নেতৃত্বে ভোলার দীর্ঘদিনের সমস্যা—যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্যসেবা সংকট ও কর্মসংস্থানের অভাব—দূর করা সম্ভব। তাঁদের বিশ্বাস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্ব ভোলাকে সত্যিকার অর্থেই একটি রোল মডেল জেলায় পরিণত করবে।
সব মিলিয়ে, ভোলাবাসীর প্রত্যাশা—নতুন নেতৃত্বে উন্নয়নের গতি বাড়বে, জনস্বার্থ অগ্রাধিকার পাবে এবং ভোলা দেশের অন্যান্য জেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.