

মোঃ হাসনাইন আহমেদ,
দৈনিক ভোলা টাইমস:: ভোলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ভোলা জেলায় মোট ২৩,৭০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ভোলা জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদরের বিভিন্ন স্কুলে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কার্যক্রমে নেতৃত্ব দেন ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি। তিনি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবময় ইতিহাস এবং ৩১ দফা কর্মসূচি সংবলিত বুকলেট তুলে দেন। ছাত্রসমাজকে সচেতন, শিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রদলের এ উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রশংসিত হয়েছে।