
মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলা জেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ছাত্রদল নেতাকে তার আপন চাচাতো ভাইয়েরা কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম রেজোয়ান আমিন সিফাত। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে। নিহত সিফাত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন।
নিহতের পিতা আলাউদ্দিন হাওলাদার জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিফাত। ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাড়ির কাছেই রাস্তায় উৎপেতে থাকা প্রতিপক্ষরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে এসে আমরা ৫ জনকে চিনতে পেরেছি। তারা আমাদের রাজনৈতিক ও পারিবারিক দীর্ঘদিনের শত্রু।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে হাসিব, শাকিল, সিহাব, রনি ও মঞ্জিলসহ অজ্ঞাত আরও ৭/৮ জন জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে তিনজন নিহত সিফাতের আপন চাচাতো ভাই এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের ছেলে। স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
স্বজনরা গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রদল নেতার মৃত্যুর খবর শুনে ভোলার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান এবং হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.