এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা চারদিকে নদী বেস্টিত একটি দ্বীপ জেলা হওয়ায় এই জনপদের মানুষ প্রতিনিয়ত বন্যা, ঘূর্ণিঝড়,জলোচ্ছাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকে। সেই ধারাবাহিকতায় সদ্যবিগত ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ হয় ভোলা জেলার বিভিন্ন উপকূলীয় অঞ্চলের বহু মানুষ। আর সেই বাস্তবতায় সরকারের পাশাপাশি দেশী-বিদেশী বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর মতোই ঘূণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের জীবনমান ঠিক রাখার লক্ষে ভোলা সদর উপজেলাধীন ধনিয়া ইউনিয়নের ২১৮ টি ও শিবপুর ইউনিয়নের ১৪৮ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বা কিটস বিতরণ করলো বিদেশী সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দেশের বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশের উদ্যোগে উভয় ইউনিয়নের বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভোলা জেলার প্রকল্প ব্যবস্খাপক নাসরিন নাহার, সাজেদা ফাউন্ডেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের কো-অর্ডিনেটর মোঃ আশ্রাফুজ্জামান, ভোলা শাখার প্রকল্প ব্যবস্থাপক মোঃ বিপ্লব হোসেন, কো-অর্ডিনেটর রাফিউর রহমান বসনিয়া রাসেল ও সাংবাদিক অর্জুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও সাজেদা ফাউন্ডেশনের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদত্ব সামগ্রীর মধ্যে রয়েছে কাপড় কাঁচা সাবান,গায়ে দেয়া সাবান,ডিটারজেন্ট পাউডার, বাচ্চাদের স্যানিটারী প্যাড, মেয়েদের স্যানিটারী ন্যাপকিন, মহিলাদের প্যান্টি,পুরুষের জাঙ্গিয়া, রেজার,ওরস্যালাইন, টর্চলাইট, বড়দের জুতা,বাচ্চাদের জুতা, এন্টিসেপ্টিক লিকুইড, টুথ পেস্ট, বড়দের টুথ ব্রাশ,ছোটদের টুথব্রাশ,বাশি, জুট ব্যাগ,তেরপাল,সিলভারের হাড়িপাতিল,পানি রাখার কন্টিনার, ঢাকনাযুক্ত প্লাস্টিক বালতি,মশারি ও স্কুলব্যাগ সহ একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় প্রায় ৫০ ধরনের দ্রব্য সামগ্রী। এ সময় সুবিধাভোগি পরিবারগুলোর মুখে ঈদের খুশির মতো আনন্দ লক্ষ করা যায়। উল্লেখ্য ভোলা সদর উপজেলায় মোট ১৫৭৫ টি পরিবারের মধ্যে একই সামগ্রী বিতরণ করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অন্যদিকে ইতিমধ্যে একই সংস্থা থেকে ভোলা সদরে মোট ৩৪০৪ টি পরিবারকে আর্থীক সহায়তা, ৩৯৬ টি পরিবারকে নতুন টয়লেট নির্মান করে দেয়া হয়েছে এবং ৯৫ টি টিউবওয়েল মেরামতে সহযোগিতার মাধ্যে মোট ৪২ হাজার ক্ষতিগ্রস্থ পরিবার উপকৃত হয়েছে বলে জানান সংস্থাদ্বয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.