মোঃ মেহেদী হাসান সুমন, ভোলা টাইমস্::
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬টি হাতবোমা (ককটেল) এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানকালে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও ভোলা সদর থানা পুলিশের একটি যৌথ দল চরসামাইয়া ইউনিয়নের চর শিফলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মো. মাইনুদ্দিন মোল্লার (৩৭) বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি হাতবোমা (ককটেল) এবং ৫টি দেশীয় অস্ত্র ২টি রামদা, ১টি কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। ওই সময় মাইনুদ্দিন মোল্লাকে আটক করা হয়। আটককৃত মাইনুদ্দিন মোল্লা চরসামাইয়া ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বলে জানানো হয়েছে। কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক ও দেশীয় অস্ত্র এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। এ ধরনের কার্যক্রমের ফলে এসব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.