মোঃ হাসনাইন আহামেদ,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২০,৮০০ কেজি জাটকা (৫২০ মণ) এবং ১০০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার সেকশন কমান্ডার রাসেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ফেরিঘাট, হোমিও কলেজ মোড় এবং মাদরাসা বাজার রোড সংলগ্ন এলাকায় চালানো এ অভিযানে ৩টি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। এসময় ট্রাকসহ ছয়জন জাটকা বহনকারীকে আটক করা হয়।
পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। শাপলাপাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, মাছের প্রজনন মৌসুমে জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.