প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৪, ৩:২৯ পি.এম
ভোলায় কোর্ট মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি আজাদ জাহান
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস :: আমরা মাছে ভাতে বাঙ্গালী এটাই আমাদের পরিচয়। আর দ্বীপজেলা ভোলার নদী খাল বিল পুকুর সহ সকল জলাশয়তো মাছেরই আবাসস্থল। তাই প্রতি বছরের মতো এবারও বুধবার(২ অক্টোবর'২৪) ভোলা শহরের কোর্ট মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন খোদ জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। ভোলা সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য অবমুক্তকরণের সময় ডিসি আজাদ জাহান কার্প ফিস ও পুঁটি সহ মোট ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করেন। ছোট পরিসরে অনুষ্ঠিত পোনা অবমুক্তকরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনজুর হোসেন এনডিসি সামছুজ্জামান, সদর উপজেলার নবাগত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল, খামার ব্যবস্থাপক জাকির হোসেন, মেরিন ফিসারিজ অফিসার মোঃ রবিউল ইসলাম ও জীবন কৃষ্ণ দাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.