
ইলিশা প্রতিনিধি || ভোলা টাইমস্
বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা সহ এক মাদক কারবারি যুবককে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। আটকৃত যুবক সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মিলনের পুত্র তামিম হাসান। তামিম উত্তর ভোলার একজন দুদর্শ মাদক কারবারি এবং প্রভাবশালী পরিবারের ছেলে। পুলিশ জানান তামিম দির্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।
২ রা ডিসেম্বর দুপুরে সন্দেহজনক ভাবে তল্লাশি করলে তামিমের বহনকৃত ব্যাগের মধ্যে একটি লেডিস পার্সব্যাগে মিলে ১ হাজার পিস ইয়াবা।
আটকৃত তামিম বলেন, আমি কক্সবাজারের একটি হোটেল থেকে এই মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভোলায় নিয়ে আসার পথে ইলিশা ঘাটে পুলিশের অভিযানে আটক হই।।
জানা যায়, রাজাপুরের ইউপি পরিষদের বর্তমান এক মেম্বার ও ক্লোজারবাজার এবং শান্তিরহাট-তুলাতুলী এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তিরা এ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত।
ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা প্রতিদিনের ন্যায় আজ ইলিশা ঘাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা কালে, সন্দেহ জনক ব্যাক্তি তামিমের বহনকৃত ব্যাগ সার্চ করলে নীল রঙের ৫টি প্যাকেটে মোট ১ হাজার পিচ ইয়াবা সহ তাকে আটক করি।
আটক তামিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।
