মোঃ হাসনাইন আহমেদ,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকিয়ে দিয়ে বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকে দেয়া হয়।
বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এনিয়ে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ী ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র নেতা ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান আটকীয়ে বিক্ষোভ করে। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলীপ্যাড রোডে নিয়ে রাখে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.