

নিজস্ব প্রতিবেদক,
দৈনিক ভোলা টাইমস্:: ভোলায় ২০২২ সালের বিএনপির কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মো. আল আমিন। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ভোলা প্রেসক্লাব হল রুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার আল আমিন জানান, তিনি রাজনৈতিক জীবনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সর্বশেষ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে থাকাকালীন ২০২২ সালের ৩১জুলাই জেলা বিএনপির কার্যালয়ের সামনে তৈল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে ভোলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালিন অবস্থায় হঠাৎ করে ফ্যাসিস্ট সরকারের অতি উৎসাহী পুলিশ সদস্য সদর থানার ওসি (তদন্ত) আরমানের নেতৃত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হামলা, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেন। এতে করে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম ঘটনাস্থলে মারা যায় এবং পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম গুরুতর অহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার কমফোর্ড হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ৩অগস্ট নুরে আলম মারা যায়।
এ ঘটনায় খন্দকার আল আমিনসহ বিএনপি ও অংঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সেই দিনের ঘটনায় তার মাথা, ঘাড় ও পিঠের বিভিন্ন অংশে এ�