এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে শসস্ত্র বাহিনীকে সারাদেশে আরো সক্রিয় করে রেখেছে। তারই অংশ হিসেবে ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধি অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম । বিষয়টি সম্পর্কে রবিবার(১ ডিসেম্বর'২৪) সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ড অফিসার ক্যাপ্টেন রিফাত আহমেদ বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ভোলা জোন। রবিবার(১ডিসেম্বর'২৪)রাত ১.৩০ থেকে ভোর ৬.০০ টা পর্যন্ত চলা অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্র, ১২ টি হাত বোমা, ২ রাউন্ড কার্তুজ, ৩ টি দেশীয় অস্ত্র, ১৬ টি প্রতিবন্ধী ভাতার কার্ড সহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত ও মোঃ হোসেন মিয়াম কে আটক করতে আমরা সক্ষম হই। তিনি আরো বলেন, ধৃত সন্ত্রাসীদ্বয়ের নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী,জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আমছিলো। এখন ধৃত সন্ত্রাসীদেরকে জব্দকৃত মালামাল সহ ভেলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ভোলা জেলাকে সন্ত্রাসমুক্ত করার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে"। কোস্টগার্ড, ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোর্স্টগার্ডের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.