মোঃ সাইফুল ইসলাম আকাশ, নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় আইন-শৃঙ্খলা রক্ষায় ৬ থানার ওসিদের কঠোর নির্দেশ প্রদান করলেন ডিআইজি মঞ্জুর মোর্শেদ।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ভোলা জেলার দক্ষিণ আইচা, শশীভূষণ, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদর মডেল থানা আকস্মিক পরিদর্শন করে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম থানার দায়িত্ব প্রাপ্ত ওসিদের আইন শৃঙ্খলা রক্ষায়"কাউকে ছাড় না দিয়ে অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা প্রদান করলেন তিনি।
পরিদর্শনকালে তিনি অফিসার-ফোর্সের মেসের রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে ডিআইজি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ,সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসান সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.