এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস্ ::দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে বর্তমান অন্তর্বর্তী কালিন সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে শসস্ত্র বাহিনীকে সারাদেশে আরো সক্রিয় করে রেখেছে। তারই অংশ হিসেবে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের একটি টিম । বিষয়টি নিয়ে কোস্টগার্ড প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। মঙ্গলবার(১৯ নভেম্বর'২৪) রতা ২.০০ টা থেকে ভোর ৫.০০ পর্যন্ত চলা অভিযানে বাংলাদেশ পুলিশের লুট হওয়া ১ টি হ্যান্ডকাপ ও ২ টি দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ সন্ত্রাসী রায়হান খলিফা(২৩) কে আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি,ছিনতাই, মাদক চোরাচালানী ও বিভনিন্ন সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন অপরাধ কাজ করে আসছিলো। দৃত রায়হানকে জব্দকৃত মালামাল সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.