স্টাফ রিপোর্টর,
দৈনিক ভোলাটাইমস্ ::ভোলা স্কুল ছাত্রদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সোমবার (১৮ নভেম্বর) সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের সহযোগিতায় ছাত্রদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে। ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম এএলটি এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। উক্ত সাঁতার প্রতিযোগিতায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ টি ইভেন্টে ৬০ জন জন ছাত্র অংশগ্রহণ করে।এদের মধ্য থেকে বাছাই করে একমাস ব্যাপী সাতার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভাগীয় পর্যায়ে প্রেরণ করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.