
স্টাফ রিপোর্টার:
দৈনিক ভোলাটাইমস্:: বোরহানউদ্দিন উপজেলায় পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে দুই মাদক সেবিকে জেল ও অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস উপজেলার কাচিয়া ও বড় মানিকা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের দালালপুর বাজারের নিজ বসত থেকে মো: মনির (৩৮), এবং বড় মানিকা বাজার সংলগ্ন এলাকা থেকে মো: সাইফুল বিশ্বাস (৪০) কে গাজা সেবনের অপরাধে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১নং অভিযুক্ত মনির কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ১ হাজার টাকা অর্থদন্ড এবং অপর অভিযুক্ত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এ কর্মকর্তা আরো জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভোলা এবং বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা করেন।
