মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::কয়েক দিন যাবত ভোলায় জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার অসহায়,দুস্থ ও ছিন্নমূল মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান।
সোমবার (৯ ডিসেম্বর ) রাতে বোরহান উদ্দিন পৌরসভার উত্তর ও দক্ষিণ বাসস্টান্ড,হাওলাদার মার্কেট জেলেপাড়া,খেয়াঘাট,ইউসুফ নগর সহ বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায়-দুস্থদের বাড়ি গিয়ে ঘরে ঘরে নিজ হাতে কম্বল পৌঁছে দেন পৌর প্রশাসক।
কনকনে শীতের রাতে দরজার সামনে পৌর প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে কেউ আমাদের ডেকে শীতের কাপড় দেয়নি। নাম লিখে নিয়ে যায়। কিন্তু সেই কম্বল আমরা আর পাইনা।’
উত্তর ও দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকার ছিন্নমূল মানুষের সাথে আলাপকালে তারা আরো বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় এসি ল্যান্ড স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার মঙ্গল করুক ।
তারা বলেন, এর আগে আমাদের জন্য
কেউ এইভাবে রাতের আঁধারে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়াননি। পৌর প্রশাসক স্যার যে কম্বল দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন,আমি চাই বোরহানউদ্দিন পৌরসভা সহ উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক,সুস্থ থাকুক, প্রতিটি পরিবারের সদস্যরা আমার পরিবার,শীতের প্রকোপ বেড়েছে তাই রাতে পৌর এলাকার মানুষ গুলো কেমন আছে দেখতে বেড়িয়েছি এবং তাদের কে নিজের হাতে শীতবস্ত্র দিতে পেরে খুব ভালো লাগছে।তিনি বলেন,এই শীতে পৌরসভার একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.