স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলা টাইমস:: ভোলা বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বাসিন্দা রত্তন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩৬)। ফেসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন রুবেল যুবলীগ রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তার পরিবার আওয়ামী লীগের ক্ষমতা প্রয়োগ করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। রুবেলের সাথে এমপি আলী আজম মুকুল ও তার ভগ্নিপতি উপজেলা চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবি সহ একাধিক প্রমাণ রয়েছে। এই রুবেল ৫ ই আগস্টের পর কিভাবে কাচিয়া ইউনিয়ন যুবদল সহ-সভাপতি নির্বাচিত হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএপি কর্মী জনৈক লোকমান হোসেন নান্নু রুবেলের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দিলে এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনাত সৃষ্টি হয়। গত শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সংবাদ কর্মী তারেক সরেজমিনে ঘটনা জন্য কাচিয়া ৫ নং ওয়ার্ড অজিহক বেপারী বাড়ির দরজায় গেলে বিকাল সাড়ে ৩ টার সময় রুবেলের নেতৃত্বে জুয়েল হাওলাদার, বাবুল হাওলাদার, রত্তন হাওলাদার, লিটন হাওলাদার, মমিন হাওলাদার, জুলহাস হাওলাদার, মামুন হাওলাদার, শামীম হাওলাদার, সবুজ হাওলাদারসহ প্রায় ২০ থেকে জন মিলে শানু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করতে তার ছেলে লোকমান হোসেন নানু এগিয়ে আসলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখন করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় সংবাদ কর্মী তারেক আহত হন। পরে স্থানীয়রা আহতদ শানুমিয়া ও লোকমান হোসেন নান্নুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, যুবদলের কমিটিতে যদি কোন ব্যক্তি আওয়ামী লীগের কাউকে পদ পদবী দিয়ে থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.