ভোলার বোরহানউদ্দিনে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাবলু (৪০) হীরালাল (৩২) মো. রাহাত শেখ (৩০)
বুধবার ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী বাবুলের বসতঘর থেকে ২০০ পিস ইয়াবাসহ তাদের আটক করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল।
আটককৃতরা দীর্ঘদিন যাবত ওই এলাকা সহ আশেপাশের এলাকায় ইয়াবার খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।
প্রধান আসামি বাবুল পক্ষিয়া ৯নং ওয়ার্ডের শুক্কুর আলীর ছেলে। বাকি দুইজন বাবুলের কাছে মাদকের সরবরাহ করে থাকে। অপর আসামি হীরালাল ঢাকার খিলগাঁও এলাকার গোরান বাজার এলাকার বাসিন্দা। রাহাত শেখের বাড়ি বাগেরহাটের মোরলগঞ্জে এলাকায়, তার বাবার নাম হামিদ শেখ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাবুলকে তার দুই সহযোগী সহ আটক করে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.