ভোলা টাইমস্ ডেক্স:
বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে ২ ভাইয়ের ওপর হামলা,আহত ১ মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ তুহিন ও তার ছোট ভাই তামিমের উপর হামলার ঘটনা ঘটেছে। মোঃ তুহিন ও তামিম সাংবাদিকদের জানান,তাদের জমির উপর দিয়ে গ্যাসের লাইন নেন গ্যাস কর্তৃপক্ষ কিন্তু তার বাবা দেশের বাহিরে থাকায় এলাকার প্রভাবশালী নজরুল ইসলাম তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে ওই জমি নিজের দাবি করে,পরবর্তীতে তুহিন বিষয়টি জানতে পেরে গ্যাস কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হন নজরুল সহ তার সাথে থাকা দুর্বৃত্তরা, রবিবার তাদের জমি থেকে বাসায় ফেরার পথে নজরুল তার স্ত্রী জান্নাত সহ কয়েকজন পথ অবরুদ্ধ করে তুহিন কে এলোপাতাড়ি মারধর করেন, তার ভাই তামিম ছাড়াতে গেলে তাকে মারধর করে। তিনি আরো জানান,পরের দিন ফের নজরুল এলাকার সন্ত্রাসী তসলিমকে ভাড়া করে তাকে মারধর করে এবং পুনরায় হত্যার হুমকি দেন। ভুক্তভোগীরা আরো জানান, বিষয়টি যখন এলাকায় জানাজানি হয় তখন নিজেদের অপরাধ ঢাকতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুহিন,তামিম ও তার চাচা হাশেমের বিরুদ্ধে নজরুলের স্ত্রীকে শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে তাদের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করেন। ভুক্তভোগী পরিবার"অভিযুক্তদের বিচার দাবি করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হলে"তাদের কে এলাকায় পাওয়া যায় নি। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনিরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.