filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই শ্লোগানে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুত্বে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন ও দুর্নীতি দমন কমিন বরিশালের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও দুদক কমিটির সদস্যবৃন্দ ও, ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক) বোরহানউদ্দিনের আয়োজনে কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, দুর্নীতি দমন কমিন বরিশালের সহকারী পরিচালক মোঃ আবুল কাইয়ুম হাওলাদার, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার, কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তায়েবুর রহমান, অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান (মনির), মুক্তিযোদ্ধা নুরুল আমিন মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড কাজী আজম, সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খাঁন, জেলা জামায়েত ইসলামী কর্মপরিষদের সদস্য মাওলানা এএইচএম ওয়ালিউল্যাহ, উপজেলা জামায়েত আমীর মাওলানা মাকসুদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো বশির আহমেদ, উপজেলা এনজিওর সমন্ময়কারী পুষ্টিবিদ বাবুল আখতার প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
