প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৫:০১ পি.এম
বোরহানউদ্দিনে তেতুলিয়ায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন” ৫০ হাজার টাকা জরিমানা
![]()
এইচ.এম.এরশাদ,
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর হাসের চর এলাকায় অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তেতুলিয়া নদী হতে অবৈধ বালু উত্তোলন করে পরিবহন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে তেতুলিয়া নদীতে এ অভিযান চলে। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ উপস্থিতি ছিলেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান জানান, তেতুলিয়া নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন প্রতিরোধে জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- [email protected], মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.