মোঃ সাইফুল ইসলাম আকাশ,
দৈনিক ভোলাটাইমস্ ::
ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায়'অবৈধভাবে জমি দখলে রেখে আওয়ামীলীগ কর্মীকে জামায়েত কর্মী দাবি করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
এলাকাবাসী অভিযোগ করে বলেন,গতকাল ২ সেপ্টেম্বর BD 24 Report নামক একটি অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকদের ভুল বুঝিয়ে এবং ভুল তথ্য প্রদান করে আওয়ামী লীগ কর্মী সাদেক খান ও তার ছেলে মোহাম্মদ কাউসার জামায়াত ইসলামের কর্মী পরিচয় দিয়ে অভিযোগ করেন"জামায়েত ইসলামের সমাবেশে যাওয়ার কারণে মুন্না,পলিন,হেলাল সহ চার-পাঁচজন মিলে তাদেরকে মারধর করেছেন তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
প্রকাশিত গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে,গত ১৯ জুন জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার কারণেই তাদের ওপর এ হামলা চালানো হয় এবং বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী ও তার ছেলে গুরুতর আহত হওয়ার অভিযোগ প্রকাশিত হয় ওই গণমাধ্যমে।
এলাকাবাসী জানান,সাদেক খান ও তার পরিবার কখনো জামাতের রাজনীতির সাথে পরিচিত ছিল না,তারা এলাকায় আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল তবে সেটিকে রাজনৈতিকভাবে ছড়ানো হচ্ছে যা আমাদের এলাকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্য তারা পায়তারা করতেছে।
তারা বলেন,দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগ নির্যাতন জুলুমের সময় ক্ষমতা দেখিয়ে সাদেক খান ও তার পরিবার রকিবুল ইসলাম মুন্নাদের জমি ভোগ দখল করে রেখেছে,৫ ই আগস্ট আওয়ামী লীগ পতনের পরে রকিবুল ইসলাম মুন্না সহ তার পরিবার সেই জমি নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে,দীর্ঘ ১৭ বছর ধরেই তাদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে এই ঘটনারই সূত্রপাত গত ২ সেপ্টেম্বর,ঐদিন রকিবুল ইসলামের সাথে সাদেক খানের কথা কাটাকাটি হয়,একপর্যায়ে সাদেক খান ও তার ছেলে রকিবুল ইসলাম মুন্নার গায়ে হাত দিলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে,এতে সাদেক খান ও মুন্নার বন্ধু পলিন আহত হয়,তবে ঘটনাটি উল্টো রাজনৈতিকভাবে চালিয়ে এলাকার সুনাম নষ্টের পাঁয়তারা করছে একটু চক্র,আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিভা সভায় উপস্থিত বক্তব্য রাখেন,শামীম মাস্টার,মোহাম্মদ জিহাদ,গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের দফাদার জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.