
ভোলা প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ, দ্রুত গণতন্ত্রের পথচলা নিশ্চিত করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপির সমাবেশে সফল করার লক্ষ্যে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন ভোলা জেলা শ্রমিক দল।
মিছিলটিতে অংশগ্রহণ করেন ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন সহ জেলা উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা।
একটি সুন্দর দেশ গড়তে আগামীতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল ইসলাম স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম
এসময় সমাবেশ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।