বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভোলা সদর উপজেলাধীন দক্ষিন বাপ্তা ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাপ্তা ইউনিয়নের মিয়াজি বাড়ি সংলগ্ন এলাকায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে গোলাম নবী আলমগীরকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জানান বক্তারা। এছাড়া আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীরের নিরঙ্কুশ জয়ের লক্ষ্যে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় সম্মেলনে ভোলা সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক তহমিনা বেগমের সভাপতিত্বে ও বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো.এনায়েত উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাজেদা আখতার ও সাধারণ সম্পাদক শাহজাদি ইয়াসমিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক,হারুনুর রশিদ ট্রুম্যান,বশির আহমেদ প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক- মোঃ আলী জিন্নাহ (রাজিব), ভারপ্রাপ্ত সম্পাদক- মোঃ হেলাল গোলদার, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়- আমানত পাড়া, ভোলা। ই-মেইল- news.bholatimes@gmail.com, মোবাইল- ০১৭১১৪৬৯৫৩৯
Bhola Times © All rights reserved.